রিফান্ড পলিসি

কোর্সে এনরোল করার আগে দয়া করে কোর্স কারিকুলাম ভালো করে দেখে নিন। একবার এনরোল করার পর যদি বলেন, “আমি ওয়েবসাইটের এই অংশটা খেয়াল করিনি,” বা “ভালো করে পড়ে দেখিনি,” অথবা “আমার চোখে পড়েনি”—এ ধরনের কোনো অনুরোধ আমরা মেনে নিতে পারব না।

Safollo-IT থেকে একবার কোর্স কেনার পর রিফান্ডের কোনো সুযোগ থাকবে না। প্রতিটি কোর্স পেজে সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়া আছে। আমাদের একটাই অনুরোধ, কোর্স কেনার আগে পুরো কন্টেন্টটি মনোযোগ দিয়ে দেখুন। আমাদের মূল উদ্দেশ্য আপনার শেখার যাত্রাকে সহজ এবং আনন্দদায়ক করা, তবে সেটি তখনই সম্ভব যখন আপনি প্রথম থেকেই সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন। যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়, সেটাই আমরা নিশ্চিত করতে চাই।

Scroll to Top